চট্টগ্রামের সীতাকুণ্ডের ডিসি পার্কে আনসার ও প্রহরীদের সঙ্গে শ্রমিকদের মারামারির ঘটনায় চট্টগ্রাম জেলা প্রাইমমুভার ও ট্রেইলর শ্রমিকরা কর্মবিরতি পালন করছেন। আজ বুধবার সকাল থেকে চট্টগ্রাম বন্দরের ভেতরে শ্রমিকরা কর্মবিরতিতে আছেন। এর আগে, গতকাল মঙ্গলবার রাতে নগরের সল্টগোলা ক্রসিং এলাকায় ট্রাক-লরির চালক ও শ্রমিকরা সড়ক অবরোধ করেছিলেন, যা প্রায় সাড়ে ছয় ঘণ্টা পরে প্রত্যাহার করা হয়।
শ্রমিকরা জানান, গত মঙ্গলবার রাতে সীতাকুণ্ডের ফৌজদারহাটের ডিসি পার্কে বিএম ডিপোর এক প্রাইমুভারের চালক ও সহকারীদের মারধর করেন পার্কের প্রহরীরা। প্রতিবাদ জানানো হলে কয়েকজন শ্রমিককে আটকে রাখা হয়। তাঁরা দোষীদের বিচার দাবি করছেন। চট্টগ্রাম জেলা প্রাইমমুভার ও ট্রেইলর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবুল খায়ের জানান, “যারা হামলা করেছে, তাদের বিচার করতে হবে, না হলে কর্মবিরতি প্রত্যাহার করা হবে না।”
এ ঘটনার পর থেকে বন্দরের ভেতরে পণ্যবাহী গাড়ি প্রবেশ ও বের হওয়া বন্ধ হয়ে গেছে, যার ফলে বন্দরের পতেঙ্গা সড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। নগর পুলিশের বন্দর অঞ্চলের উপকমিশনার মোহাম্মদ বদরুল আলম মোল্লা জানিয়েছেন, সড়কে যান চলাচল স্বাভাবিক হলেও বন্দরের গেটগুলোতে গাড়ি পার্কিং করা রয়েছে।
মঙ্গলবার রাতে ডিসি পার্কে মারামারির পর পণ্যবাহী ট্রাক-লরির চালক ও শ্রমিকরা সল্টগোলা ক্রসিং এলাকায় সড়ক অবরোধ করেন এবং তাঁদের চার দফা দাবি উত্থাপন করেন। এসব দাবির মধ্যে রয়েছে, হামলাকারীদের গ্রেপ্তার করা, আহতদের চিকিৎসা ও ক্ষতিপূরণ দেওয়া, ডিসি পার্কে প্রবেশের বিকল্প পথের ব্যবস্থা করা এবং সড়কে শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করা।
বেসরকারি কনটেইনার ডিপো মালিক সমিতির মহাসচিব রুহুল আমিন সিকদার জানান, এই কর্মবিরতির কারণে ডিপো থেকে বন্দরে কনটেইনার নেয়া সম্ভব হয়নি এবং আমদানি পণ্যও ডিপোতে পৌঁছানো যায়নি।