ঝিনাইদহের মহেশপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এর গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। নিহত যুবকের নাম ওবাইদুল ইসলাম (২৮)। তিনি উপজেলার যাদবপুর ইউনিয়নের গোপালপুর গ্রামের বাসিন্দা আবু হানিফের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাতে গোপালপুর সীমান্তের কাছে ভারতের মধুপুর এলাকায় ৫ থেকে ৭ জনের একটি দল প্রবেশ করলে বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় অন্যরা পালিয়ে আসতে সক্ষম হলেও ওবাইদুল ইসলাম গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান।
মহেশপুর ৫৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রফিকুল আলম জানান, মধুপুর বিএসএফ ক্যাম্প কমান্ডারের বরাতে তারা জানতে পেরেছেন, নিহত যুবকের মরদেহ ভারতের বাগদা থানা পুলিশ উদ্ধার করেছে।
উল্লেখ্য, এর আগে গত ৮ এপ্রিল একই উপজেলার কাজীরবেড় ইউনিয়নের পলিয়ানপুর সীমান্তে ওয়াসিম নামে আরেক বাংলাদেশি যুবককে গুলি করে হত্যা করে ইছামতি নদীতে ফেলে দেয় বিএসএফ।