Dhaka ১১:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫, ১২ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
News Title :
বিএনপির সুযোগ, সম্ভাবনা ও নেতৃত্বের ব্যর্থতা সিলেট-চট্টগ্রামে কেএফসি-বাটা-পিৎজা হাটে হামলা ও লুটপাট: বিনিয়োগ সম্মেলনের মাঝেই উদ্বেগে ব্যবসায়ীরা ঈদুল ফিতরে রাজধানীতে ঐতিহ্যের ঝলক, আলোচনায় নাসিরুদ্দিন হোজ্জার পাপেট বাংলাদেশের সংখ্যালঘু প্রসঙ্গে যা বলল মার্কিন প্রতিবেদন পারিবারিক বিরোধে নিহত জাফর আলী: অভিযুক্ত খালাতো ভাই আব্বাস আলী মহেশপুরে জামায়াত-বিএনপির পাল্টাপাল্টি মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ মার্কিন বাজারে ঝড় তুলেছে চীনা এআই কোম্পানি ডিপসিক জাতীয় নির্বাচন নিয়ে কি বলছে নতুন রাজনৈতিক দল এনসিপি? বিএনপি নেতার প্রটোকল ব্যবহার করে ভারতে পালিয়েছেন স্বেচ্ছাসেবক লীগ নেতা! দুই ভাইয়ের সংঘর্ষ থামাতে গিয়ে প্রতিবেশীর মৃত্যু, আহত ৩

ধানমন্ডি ৩২ নম্বরে বাড়ি ভাঙা চলছে

ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাঙার কাজ আজ বৃহস্পতিবার সকালেও চলছে। সকাল সাড়ে সাতটা থেকে ভারী যন্ত্রের মাধ্যমে ভবনটির সামনের অংশ ভাঙতে দেখা গেছে। ইতোমধ্যে তিনতলা পর্যন্ত অনেকটা গুঁড়িয়ে দেওয়া হয়েছে।

রাতভর সেখানে অবস্থান নেওয়া বিক্ষুব্ধ জনতার অনেককে সকালেও বাড়ির সামনে জড়ো হতে দেখা গেছে। ফজরের নামাজের পর থেকেই অনেকে ধানমন্ডি ৩২ নম্বরে আসতে শুরু করেন। তাঁদের দাবি, স্বৈরাচারের কোনো চিহ্ন দেশে রাখা যাবে না। বাড়ির বড় অংশ ভাঙার পর অনেককে উল্লাস করতেও দেখা গেছে।

সকাল থেকে ক্রেন ও এক্সকাভেটরের মাধ্যমে ভবনটির বিভিন্ন অংশ ভাঙা হচ্ছে। কিছু জায়গায় আগুনও জ্বলতে দেখা গেছে। বাড়ির বিভিন্ন স্থানে লাল কালি দিয়ে লেখা হয়েছে— ‘স্বৈরাচার সাবধান’।

শেখ হাসিনার বক্তব্য প্রচারের ঘোষণার পর উত্তেজনা

ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রচারের ঘোষণাকে কেন্দ্র করে গতকাল বুধবার রাত থেকে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। রাত ৯টায় নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের ফেসবুক পেজে শেখ হাসিনার বক্তব্য প্রচারের ঘোষণা দেওয়া হলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।

দিনভর সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে তুমুল আলোচনা চলতে থাকে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা ‘বুলডোজার মিছিল’ ও ‘মার্চ টু ধানমন্ডি ৩২’ কর্মসূচির ডাক দেন। রাত আটটার দিকে বিক্ষোভকারীরা ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির ফটক ভেঙে ভেতরে প্রবেশ করেন এবং ভাঙচুর চালান। শেখ মুজিবুর রহমানের ম্যুরালও ভেঙে ফেলা হয়।

সুধা সদনেও আগুন

শুধু ধানমন্ডি ৩২ নয়, বিক্ষুব্ধ জনতা গতকাল রাতেই ধানমন্ডির ৫ এ-তে অবস্থিত শেখ হাসিনার ব্যক্তিগত বাসভবন সুধা সদনেও আগুন ধরিয়ে দেন।

দীর্ঘদিনের ক্ষোভের বহিঃপ্রকাশ

গত ৫ আগস্ট জুলাই গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই ধানমন্ডি ৩২ নম্বরের বাড়িটি অনেকটা পরিত্যক্ত অবস্থায় ছিল। গতকাল ছিল অভ্যুত্থানের ছয় মাস পূর্তি। এ উপলক্ষে দিনভর বিভিন্ন কর্মসূচি পালন করেন বিক্ষুব্ধ ছাত্র ও নাগরিক সমাজের সদস্যরা।

এর আগে বিকেলে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও জাতীয় নাগরিক কমিটির সদস্য শরিফ ওসমান হাদি ফেসবুকে ৩২ নম্বরের বাড়ি গুঁড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দেন। সন্ধ্যা সাতটার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ পোস্ট করেন, ‘আজ রাতে বাংলাদেশ ফ্যাসিবাদের তীর্থভূমিমুক্ত হবে।’

এখন পর্যন্ত ধানমন্ডি ৩২ নম্বরে ভাঙার কাজ চলছে। আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Md. Nasim

বিএনপির সুযোগ, সম্ভাবনা ও নেতৃত্বের ব্যর্থতা

ধানমন্ডি ৩২ নম্বরে বাড়ি ভাঙা চলছে

Update Time : ০২:৪৯:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী ২০২৫

ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাঙার কাজ আজ বৃহস্পতিবার সকালেও চলছে। সকাল সাড়ে সাতটা থেকে ভারী যন্ত্রের মাধ্যমে ভবনটির সামনের অংশ ভাঙতে দেখা গেছে। ইতোমধ্যে তিনতলা পর্যন্ত অনেকটা গুঁড়িয়ে দেওয়া হয়েছে।

রাতভর সেখানে অবস্থান নেওয়া বিক্ষুব্ধ জনতার অনেককে সকালেও বাড়ির সামনে জড়ো হতে দেখা গেছে। ফজরের নামাজের পর থেকেই অনেকে ধানমন্ডি ৩২ নম্বরে আসতে শুরু করেন। তাঁদের দাবি, স্বৈরাচারের কোনো চিহ্ন দেশে রাখা যাবে না। বাড়ির বড় অংশ ভাঙার পর অনেককে উল্লাস করতেও দেখা গেছে।

সকাল থেকে ক্রেন ও এক্সকাভেটরের মাধ্যমে ভবনটির বিভিন্ন অংশ ভাঙা হচ্ছে। কিছু জায়গায় আগুনও জ্বলতে দেখা গেছে। বাড়ির বিভিন্ন স্থানে লাল কালি দিয়ে লেখা হয়েছে— ‘স্বৈরাচার সাবধান’।

শেখ হাসিনার বক্তব্য প্রচারের ঘোষণার পর উত্তেজনা

ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রচারের ঘোষণাকে কেন্দ্র করে গতকাল বুধবার রাত থেকে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। রাত ৯টায় নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের ফেসবুক পেজে শেখ হাসিনার বক্তব্য প্রচারের ঘোষণা দেওয়া হলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।

দিনভর সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে তুমুল আলোচনা চলতে থাকে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা ‘বুলডোজার মিছিল’ ও ‘মার্চ টু ধানমন্ডি ৩২’ কর্মসূচির ডাক দেন। রাত আটটার দিকে বিক্ষোভকারীরা ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির ফটক ভেঙে ভেতরে প্রবেশ করেন এবং ভাঙচুর চালান। শেখ মুজিবুর রহমানের ম্যুরালও ভেঙে ফেলা হয়।

সুধা সদনেও আগুন

শুধু ধানমন্ডি ৩২ নয়, বিক্ষুব্ধ জনতা গতকাল রাতেই ধানমন্ডির ৫ এ-তে অবস্থিত শেখ হাসিনার ব্যক্তিগত বাসভবন সুধা সদনেও আগুন ধরিয়ে দেন।

দীর্ঘদিনের ক্ষোভের বহিঃপ্রকাশ

গত ৫ আগস্ট জুলাই গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই ধানমন্ডি ৩২ নম্বরের বাড়িটি অনেকটা পরিত্যক্ত অবস্থায় ছিল। গতকাল ছিল অভ্যুত্থানের ছয় মাস পূর্তি। এ উপলক্ষে দিনভর বিভিন্ন কর্মসূচি পালন করেন বিক্ষুব্ধ ছাত্র ও নাগরিক সমাজের সদস্যরা।

এর আগে বিকেলে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও জাতীয় নাগরিক কমিটির সদস্য শরিফ ওসমান হাদি ফেসবুকে ৩২ নম্বরের বাড়ি গুঁড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দেন। সন্ধ্যা সাতটার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ পোস্ট করেন, ‘আজ রাতে বাংলাদেশ ফ্যাসিবাদের তীর্থভূমিমুক্ত হবে।’

এখন পর্যন্ত ধানমন্ডি ৩২ নম্বরে ভাঙার কাজ চলছে। আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।