তরুণ উদ্যোক্তা, উদ্ভাবক ও শিক্ষার্থীদের উদ্ভাবনী ধারণা বাস্তবায়নে সহায়তা করতে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিসি) আওতাধীন ‘উদ্ভাবন ও উদ্যোক্তা উন্নয়ন একাডেমি প্রতিষ্ঠাকরণ (আইডিয়া) প্রকল্প’ সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত অনুদান দেবে।
ন্যাশনাল ইয়ুথ সামিট স্টার্টআপ গ্র্যান্ট প্রোগ্রামের আওতায় সেরা উদ্ভাবনী ধারণাগুলোকে আলাদাভাবে এ অনুদান দেওয়া হবে, বলে মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে আইডিয়া প্রকল্প।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের স্টার্টআপ ইকোসিস্টেমকে আরও শক্তিশালী করতে ন্যাশনাল ইয়ুথ সামিট স্টার্টআপ গ্র্যান্ট প্রোগ্রামের আয়োজন করা হয়েছে। আগ্রহী উদ্যোক্তা, উদ্ভাবক ও শিক্ষার্থীরা আগামীকাল বুধবার (৭ ফেব্রুয়ারি) থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত তাদের উদ্ভাবনী ধারণা জমা দিতে পারবেন।
যেসব বিভাগে উদ্ভাবনী ধারণা জমা দেওয়া যাবে:
স্বাস্থ্য, কৃষি, শিক্ষা, জলবায়ু, পোশাকশিল্প, লজিস্টিকস, ফিনটেক, আইটি, ই-কমার্সসহ বিভিন্ন বিভাগে উদ্ভাবনী ধারণা জমা নেওয়া হবে।
পরে দক্ষ ও অভিজ্ঞ বিচারকদের মাধ্যমে এসব ধারণা যাচাই-বাছাই শেষে অনুদানের জন্য মনোনীত উদ্ভাবনী প্রকল্পগুলোর নাম ঘোষণা করা হবে।
ন্যাশনাল ইয়ুথ সামিট স্টার্টআপ গ্র্যান্ট প্রোগ্রাম সম্পর্কে সচেতনতা তৈরির জন্য ঢাকাসহ দেশের বিভিন্ন বিভাগের সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ‘অ্যাকটিভেশন ক্যাম্পেইন’ চালানো হবে।
এ ছাড়া আইডিয়া প্রকল্পের ওয়েবসাইটে গিয়েও ন্যাশনাল ইয়ুথ সামিট স্টার্টআপ গ্র্যান্ট প্রোগ্রামের বিস্তারিত তথ্য জানা যাবে।