বিশ্বজুড়ে উচ্চগতির ব্রডব্র্যান্ড ও মোবাইল ফোন সিগন্যাল সরবরাহের লক্ষ্যে অ্যামাজন তাদের ‘প্রজেক্ট কুইপার’-এর আওতায় বিশাল পরিকল্পনার ঘোষণা দিয়েছে। আগামী দুই বছরের মধ্যে পৃথিবীর নিম্ন কক্ষপথে (LEO) হাজার হাজার স্যাটেলাইট স্থাপন করে এই সেবা চালু করার পরিকল্পনা করছে মার্কিন প্রযুক্তি জায়ান্টটি।
ব্রিটিশ সংবাদমাধ্যম সানডে টেলিগ্রাফ জানিয়েছে, যুক্তরাজ্যের টেলিকম নিয়ন্ত্রক সংস্থা অফকমের কাছে এক নথিতে অ্যামাজন দেশটির প্রত্যন্ত এলাকাসহ সব অঞ্চলে নিরবচ্ছিন্ন ইন্টারনেট সরবরাহের লক্ষ্যে রূপরেখা দিয়েছে।
‘প্রজেক্ট কুইপার’-এর অধীনে অ্যামাজন তিন হাজার ২৩৬টি স্যাটেলাইট উৎক্ষেপণের পরিকল্পনা করেছে, যা ইলন মাস্কের স্পেসএক্স স্টারলিংক ইন্টারনেট নেটওয়ার্কের সঙ্গে প্রতিযোগিতা করবে। এরইমধ্যে স্পেসএক্স সাত হাজারের বেশি স্যাটেলাইট স্থাপন করে ৯৫টি দেশে উচ্চগতির ইন্টারনেট সরবরাহ করছে।
অ্যামাজনের পক্ষ থেকে বলা হয়েছে, তাদের স্যাটেলাইট নেটওয়ার্ক যুক্তরাজ্যের স্কুল, হাসপাতাল, গ্রন্থাগারসহ সরকারি-বেসরকারি বিভিন্ন স্থাপনায় নির্ভরযোগ্য ব্রডব্র্যান্ড ইন্টারনেট সরবরাহ করবে। পাশাপাশি দুর্যোগ মোকাবেলা, মানবিক সহায়তা এবং শান্তিরক্ষা মিশনে সহায়তার জন্য যোগাযোগ সেবা দেওয়ার পরিকল্পনাও রয়েছে।
কোম্পানিটি আরও জানিয়েছে, তাদের সেবা কৃষি, চিকিৎসা, অর্থনীতি, খুচরা পণ্য, পরিবহনসহ বিভিন্ন শিল্পে ইন্টারনেট অফ থিংস (IoT) এবং অ্যাপ্লিকেশন ব্যবহারের নতুন সম্ভাবনা তৈরি করবে।
প্রকল্পের আওতায় ইতোমধ্যেই অ্যামাজন কয়েকটি স্যাটেলাইট প্রোটোটাইপ উৎক্ষেপণ করেছে। বাণিজ্যিক ইউনিটগুলো কয়েক মাসের মধ্যেই চালু হওয়ার সম্ভাবনা রয়েছে।
অফকমের পূর্বাভাস অনুযায়ী, ২০২৫ সালের মধ্যে এই ব্রডব্র্যান্ড সেবা সরাসরি ডিভাইসের সঙ্গে সংযোগ স্থাপন করতে সক্ষম হবে। অ্যামাজনের এই উদ্যোগ বিশ্বব্যাপী ইন্টারনেট সেবা খাতে উল্লেখযোগ্য পরিবর্তন আনবে বলে ধারণা করা হচ্ছে।