আগামী ৮ ফেব্রুয়ারি প্রকাশিত হতে যাচ্ছে ছয় সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন। এরপর রাজনৈতিক দল ও জুলাই অভ্যুত্থানের বিভিন্ন পক্ষের সঙ্গে আলোচনা ও সমঝোতার লক্ষ্যে জাতীয় ঐকমত্য কমিশনের প্রথম আনুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল।
তিনি বলেন, সব কমিশনের প্রধানরা একত্র হয়ে সংস্কারের আশু, মধ্য ও দীর্ঘমেয়াদি করণীয় নির্ধারণ করে একটি সুপারিশমালা তুলে ধরবেন।
“প্রতিবেদন ও সুপারিশ রাজনৈতিক দল এবং জুলাই অভ্যুত্থানের পক্ষের শক্তিগুলোর কাছে পৌঁছে দেওয়া হবে,” উল্লেখ করেন তিনি।
তিনি আরও জানান, ফেব্রুয়ারির মাঝামাঝি ফরেন সার্ভিস একাডেমিতেই জাতীয় ঐকমত্য কমিশনের প্রথম বৈঠক হবে। এতে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস চেয়ারম্যান এবং অধ্যাপক আলী রীয়াজ ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন।